আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ঝড়ের তান্ডবে সম্পুর্ন হয়ে পড়েছে বিপর্যস্ত আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আজ সোমবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স তাদের একটি বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়।
ওই প্রতিবেদনে বলা হয়, আর্জিন্টিনার স্থানীয় সময় শনিবার রাত থেকে শুরু হয় ভয়ংকর ওই ঝড়ের দুর্যোগ। প্রায় ঘণ্টায় দেড়শ’ কিলোমিটার বেগে অতিবাহিত হতে থাকে ওই ঝড়ো হাওয়া। এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় দেশটির বিভিন্ন এলাকায়। ধ্বংস হয় বহু ঘরবাড়ি ও গাছ ও ফসল জমি।