আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দেশে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট বর্জন ও প্রতিহত করতে খাজনা, কর এবং গ্যাস, বিদ্যুৎ পানিসহ বিভিন্ন সেবার বিল না দিয়ে সরকারকে সব ধরনের অসহযোগিতা করতে বিএনপি যে ডাক দিয়েছে, তাতে দেশের মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, দেশের জনগণ তাদেরকে ভালো করেই চেনে। তাদের এ সমস্ত ডাকে এ দেশের জনগণ কোনো দিনই প্রতিক্রিয়া দেখায়নি। আমার মনে হয়, জনগণ সময়মতো ভোট দেবেন এবং নির্বাচন কমিশন সুন্দ একটি র নির্বাচন উপহার দেবে।
আজ বুধবার ২০ ডিসেম্বর দুপুরের দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।