আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা বা নির্বাচনবিরোধী যে কোনো প্রচেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি নেওয়া আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, নাশকতাকারীদের তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এবং অবশ্যই গোপন রাখা হবে তথ্যদানকারীর তথ্য পরিচয়ও।