আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ভোট প্রদান শেষে আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
আজ বুধবার (৩ জানুয়ারি) দুপুরে পাবনা সদরের ভোটার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। এবং এ সময় তিনি আশা প্রকাশ করে বলেছেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে।