আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৭তম আসরের প্রথম পর্ব। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির সাথে মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ নদের তীরে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।
সকাল ৯টা ১ মিনিট থেকে শুরু হয়ে ৯টা ১৫ মিনিটে গিয়ে শেষ হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।
আজ ফজরের নামাজের পর হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের আলেম মাওলানা জিয়াউল হক সাহেব। এরপর কিছু সময়ের জন্য নসিহতমূলক বয়ান করেন ভারতীয় মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব।