
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গেল ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দ’খ’ল’দা’র ই’হু’দি’ ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশু-সহ আরও কমপক্ষে ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত গাজায় ই’স’রাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজার ৬৬৩ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ হাজার।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরাইলের টানা আক্রমণে এখন পর্যন্ত নারী ও শিশুসহ কমপক্ষে ২৮ হাজার ৬৬৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ হাজার ৩৯৫ জন আহত হয়েছেন।