আওয়ার টাইমস নিউজ।
এই স্বার্থপর পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ শব্দের নাম হলো মা.. যেই শব্দের সাথে জড়িয়ে থাকে একটি মানুষের হৃদস্পন্দন। মায়ের মতো এ দুনিয়াতে কেউই হয় না। এবার সেই কথাকে বাস্তবে প্রমাণ করলেন এক ভারতীয় ছেলে। তিনি তার নিজের গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানালেন। এবং সেই জুতা নিজ হাতে মায়ের পায়ে পরিয়ে দিয়েছেন।
মা পাগল ওই যুবকের নাম হলো রৌনক গুর্জর। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা সে। রৌনক গুর্জর জানান, তিনি হিন্দু ধর্মের রামায়ণের ভক্ত। রোজ একবার করে রামায়ণ পাঠ করেন। রাম তার আদর্শ। সেই গ্রন্থ পাঠ করেই মায়ের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার মনে। এজন্য নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা তৈরির পরিকল্পনা করেন।
জানা গিয়েছে, অতীতে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন রৌনক। একবার পায়ে পুলিশের গুলিও খান তিনি। পরে সেই পায়ের অংশ থেকে অস্ত্রপচারের মাধ্ম্যমে কিছুটা চামড়া কেটে মায়ের জন্য জুতা বানান এই ছেলে। শুধু তাই নয়, নিজের হাতে মায়ের পায়ে পরিয়ে দেন সেই জুতা। এতে আবেগে মা কেঁদে ফেলেন।
সুত্রঃ ভারতীয় গণমাধ্যম