আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ এশিয়ার পারমানবিক শক্তিধর দেশ পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইতিমধ্যেই দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদারে বিভিন্ন ইস্যুতে আটটি চুক্তি সই করেছে ইসলামাবাদ ও তেহরান।
এদিকে মুসলিম বিশ্বের দুই শক্তিধর দেশের মধ্যে এমন উষ্ণ সম্পর্ক কোনভাবেই ভালো চোখে দেখছেন না মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি পর্যন্ত দিয়েছে মার্কিন ওয়াশিংটন।
পাকিস্তানের সরকারি সূত্রে জানা গিয়েছে, এরই মধ্যে তেহরানের সঙ্গে বাণিজ্য, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি ও বিচার বিভাগ সংক্রান্ত অন্তত আটটি দ্বিপাক্ষিক চুক্তি সই স্বাক্ষর করেছে ইসলামাবাদ। ইব্রাহিম রাইসি ইরানে ফিরে যাওয়ার আগে আরো কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথাও রয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল ) এক বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, কোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার আগে অবশ্যই মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত।