আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে গেল ১৯ এপ্রিল থেকে। চলমান এ ভোট যুদ্ধে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনি মাঠে।
শুক্রবার (২৬ এপ্রিল) জনসভা করেছেন পশ্চিমবঙ্গের মালদহের সাহাপুরের নিত্যানন্দপুরের মাঠে।
প্রধানমন্ত্রীকে দেখতে অসহ্য গরম উপেক্ষা করে লাখো মানুষের সমাগম ঘটে জনসভায়। রোদের তীব্রতার মধ্যেও জড় হওয়া লাখ লাখ জনগণকে দেখে স্তম্ভিত হন নরেন্দ্র মোদী।
সেখানে তিনি তার বক্তব্যে বলেছেন, আমার প্রতি আপনাদের উৎসাহ ও ভালোবাসা দেখে আমি আবেগ আপ্লুত। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হয়, আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। পরের জন্মেও আমি বাংলার কোনো মায়ের কোলে জন্ম নেবো। নয়তো এত ভালোবাসা কখনো পেতাম না।