আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: দ’খলদার ই’হুদী ই’সরাইল কতৃক বিধ্বস্ত ফি’লিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতাল এবং গাজা সিটির আল শিফা হাসপাতালের পাশে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে।
ওই গণকবরটি থেকে এখন একের পর এক গলিত মরদেহ বের করা হচ্ছে। যেগুলোর বেশির ভাগই খুবই বিকৃত হয়ে গিয়েছে। ওই সময় মরদেহ উদ্ধারকারীরা হঠাৎ দেখতে পায় হাত পা বাঁধা কমপক্ষে ২০’টি মরদেহ।
গাজার ওই হাসপাতালের কর্তৃপক্ষের বরাত দিয়ে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, হাত-পা বেঁধে কমপক্ষে ২০ জন ফি’লিস্তিনি নাগরিককে জীবন্ত কবর দিয়েছে দ’খ’ল’দা’র ইহুদী ই’সরায়েলের
এদিকে ইসরাইল কতৃক নিহত ওইসব ফিলিস্তিনিদের এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি বলে বৃহস্পতিবার জানিয়েছেন খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইয়েমেন আবু সোলায়মান।