আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আবারও নতুন করে এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফি’লিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
গোল্ডবার্গ-পলিন নামের এক মার্কিন-ই’সরায়েলি যুবককে দেখা গিয়েছে হামাসের প্রকাশ করা ওই ভিডিওতে।
২৩ বছর বয়সী ওই জিম্মির কবজির পর থেকে হাতের বাকি অংশ নেই! প্রকাশ করা ওই ভিডিওতে তিনি খুব স্পষ্ট হিব্রু ভাষায় কথা বলছেন, কিন্তু তাকে আগের চেয়ে পাতলা দেখা গিয়েছে।
এদিকে হোয়াইট হাউজের একটি সূত্র জানিয়েছে, তারা ভিডিওটির বিষয়ে অবগত আছেন এবং সার্বক্ষণিক পলিনের পরিবারের সাথে যোগাযোগ রাখছে। ধারণা করা হচ্ছে, হামাসের হাতে এখনও গাজায় প্রায় ১৩০ জন ইসরায়েলি নাগরিক বন্দি অ’বস্থায় রয়েছে।