আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিবিরোধী অভিযানে আমরা যত জঙ্গি গ্রেপ্তার করেছি, তার মধ্যে একজনও মাদরাসার ছাত্র ছিলনা
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, জঙ্গিবিরোধী অভিযানে গ্ৰেফতার হওয়া জঙ্গিদের মধ্যে একজনও মাদরাসার ছাত্র ছিলনা। তারা সম্ভ্রান্ত পরিবারের ও অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিল। সে সময় আমরা সব ধর্মের ধর্মগুরুদের নিয়ে প্রতি বিভাগে সভা করলাম। খুব অল্প দিনের মধ্যে আমরা দেশকে সে জায়গা থেকে বাঁচিয়ে এনেছি। এখন পৃথিবীর যেখানে যাই, সবাই বলে তোমরা অসম্ভবকে সম্ভব করেছ।
তিনি আরো বলেন, দেশে যখন জঙ্গি উত্থান হয়েছিল। তখন আমরা দেখলাম দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হলো। সবারই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছিলাম।