আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন, আফ্রিকার দেশ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি নাবিকরা। নামাজ আদায়ের পর ঈদের খুশিতে সবাই মিলে একসঙ্গে ছবিও তোলেন তারা।
আজ বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১১টায় তারা জাহাজের ডকে নামাজ আদায় করেন।
জানা গিয়েছে, সোমালিয়ান জলদস্যরা মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় বাংলাদেশী নাবিকদের সুন্দরভাবে ঈদ উদযাপন এবং নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, এবং পাশাপাশি খাবারের ব্যবস্থাও করেন তারা।