আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর ইতিহাসে এক নি’কৃষ্ট অভিশপ্ত জাতির নাম হল ই’য়া’হুদী ই’জ’রায়েল, এই অভিশপ্ত নি’কৃষ্ট জাতি ই’স’রাইল কর্তৃক বিধ্বস্ত ফি’লি’স্তিনের গাজায় ছিলনা পবিত্র ঈদুল ফিতরের খুশি ছিলনা কোন ভালো খাবারের আয়োজন, ঈদের দিনেও ফি’লিস্তিন বাসিকে চেয়ে থাকতে হয়েছে ত্রান হিসেবে বিভিন্ন দেশ থেকে আসা খাবারের দিকে।
গাজার শিশুরা ই’সরাইলি হা’য়েনাদের ভয়ং’কর হামলার আতঙ্কের মধ্যেই ঈদুল ফিতর উদযাপন করছে। তবে ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলের বর্বর হামলার কারণে গাজার বাসিন্দাদের নেই ঈদের আনন্দ। ঈদের মাঝেও গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে চার শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অথচ এখন পর্যন্ত মুসলিম বিশ্বের নেতাদের কার্যত কোন ভূমিকাই নিতে দেখা যায়নি।