২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

হা’য়েনা ই’স’রাইলি হামলায় তিন ছেলে ও তিন নাতিকে হারিয়ে যে হুংকার দিলেন হামাস নেতা হাফেজ ই’সমাইল হা’নিয়া

আওয়ার টাইমস নিউজ।
স্পেশাল করেসপন্ডেন্ট রিপোর্টার: হুসাইন আল আজাদ।

আন্তর্জাতিক ডেস্ক: দ’খলদার ই’য়াহুদী ই’সরায়েলের বিমান হামলায় হা’মাসের সর্বোচ্চ নেতা হাফেজ ই’সমাইল হা’নিয়ার তিন ছেলে ও তিন নাতি মারা গিয়েছেন,

একটি গাড়িতে করে তারা সবাই যাচ্ছিলেন, এ সময় বিমান থেকে বোমা হামলা করে তাদের হত্যা করে দ’খ’ল’দা’র ই’হুদী ই’সরায়েলি হা’য়েনারা।

এদিকে ইস’রায়েলের সে’নারা দাবি করেছেন, হা’নিয়ের ছেলেরা মধ্য গাজায় সামরিক কার্যকলাপ চালাচ্ছিল। কিন্তু সে বিষয়ে কোনো বিস্তারিত বিবরণ দেয়নি আ’ইডিএফ তথা হা’য়েনা ই’সরাইল।

অন্যদিকে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হা’নিয়ে জানিয়েছেন, তার তিন ছেলে হাজেম, আমির ও মহম্মদ মারা গেছেন।

এ সময় তিনি বলেছেন, তার ১৩ ছেলের মধ্যে তিনজনের মৃত্যুর ঘটনা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলবে না। তিনি বলেছেন,’ওরা ভাবছে নেতাদের ছেলেদের মারলে আমরা ওদের দাবি মেনে নেব। কিন্তু তা হবে না। ইনশা-আল্লাহ্ হা’মাস তার মত থেকে সরে আসবে না।

হামাস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শাতি শরণার্থী শিবিরকে টার্গেট করেছিল ইস’রায়েল। তিন ভাই ও তাদের পরিবারের সঙ্গে একটা গাড়িতে করেই যাচ্ছিলেন বলে আল আকসা টিভি জানিয়েছে, এসময় হঠাৎ বিমান থেকে বোমা ফেলে তাদের হত্যা করে ইস’রাইলি সামরিক বাহিনী।

ছেলেদের নিহত হওয়ার বিষয়ে হানিয়ে বলেছেন, ”ইসরায়েল হলো অপরাধী-শত্রু, যারা প্রতিহিংসার মনোভাব নিয়ে চলছে।’ তিনি জানিয়েছেন, লড়াই শুরু হওয়ার পর থেকে তার পরিবারের এখন পর্যন্ত ৬০ জন মারা গিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত