আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক করেসপন্ডেন্ট রিপোর্টার: হুসাইন আল আজাদ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যকার চলা ভয়াবহ দ্বন্দ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ই’সরাইলের পক্ষ নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেবে ইরান। একাধিক আরব দেশের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে তেহরান।
কিছুদিন আগেই সিরিয়ায় ইসরাইলি হামলায় দুই শীর্ষ জেনারেল নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলে হামলা হলে তেল আবিবের পাশে দাঁড়াবে ওয়াশিংটন। এরপর ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এমন কড়া বার্তা দেওয়া হলো।
এদিকে মার্কিন বাইডেন ইসরাইলের পক্ষে বক্তব্য দেওয়ার পর মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেই ইরান আরব দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়েছে, ইসরাইল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দিলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইরান ও ইসরাইলের মধ্যকার চলা এই দ্বন্দকে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামার সূচনা হিসেবে দেখছেন আওয়ার টাইমস নিউজ এর আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষকগণ।