আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের উপর ইরানের হামলার পরপর ইসরাইলের কাছে গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস উর্ধ্বতন কর্মকর্তার সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের কাছে হামাস দাবি করেছে- ইসরাইল একটি স্পষ্ট ও লিখিত প্রতিশ্রুতি দেবে যে তারা যুদ্ধবিরতির তিন ধাপের দ্বিতীয় ধাপে গোটা গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে।
তবে নতুন এই প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি ইসরাইল কতৃপক্ষ।