আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশে ভিন্ন মতের মানুষকে গুম-খুন ও নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। ভয়াবহ কঠিন এক দুঃসময়ের কবলে পড়েছে দেশ-এমন মন্তব্যই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২০ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পুর্ন ভাবে উপড়ে ফেলা হয়েছে। এবং দেশের টাকা পয়সা লুটপাট করা হচ্ছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্রও অবশিষ্ট নেই। এ সময় অবস্থা থেকে পুরো জাতিকে উত্তরণের জন্য দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।