আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় খান ইউনিস শহরের নাসের হাসপাতালের পাশে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে কয়েক মাস অভিযান চালানোর পর সম্প্রতি সময়ে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল সরকার। ওই গণকবর থেকে এখন পর্যন্ত ১৮টি শিশুসহ ১৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এমন খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এখনও হামলা ভয়াবহ বিমান হামলা অব্যাহত রেখেছে দ’খ’ল’দা’র ইসরায়েলি বাহিনী। সেখানে নতুন করে বিমান হামলা চালিয়ে সাতজনকে হত্যা করেছে ই’সরাইল বা’হিনী।। এর আগে বিমান হামলা চালানো হয়েছে গাজার আরেক শহর রাফাহতেও। রাতভর চলা এ হামলায় প্রাণ হারিয়েছে ১৮ শিশুসহ ২২ জন। এর মধ্যে সেখানে নিহত হয়েছে একই পরিবারের ১৩ শিশু।