আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে মেলবোর্নের মাটিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ দল। হোম ম্যাচে ভালো কিছুর আশা নিয়ে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবং বেশ লড়াইও করেছেন তপু বর্মন-তারিক কাজিরা। তবে ঘরের মাঠেও হারতে হয়েছে টাইগারদের। যদিও এমনটাই হওয়ার কথা ছিল,তবে নতুন এক বাংলাদেশকে দেখলো অস্ট্রেলিয়া ফুটবল দল। কারণ বাংলাদেশের বিপক্ষে অজিরা বুক মাটিতে লাগিয়ে গোল করে নিতে হয়েছে, অর্থাৎ টাইগারদের বিপক্ষে কঠিন সংগ্ৰাম করেই জয় ছিনিয়ে নিতে হয়েছে অস্ট্রেলিয়া দলকে।
২০২৬ ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের হোম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ দল, এমন ফলাফলে বাংলাদেশ ফুটবল দলের উন্নতিই দেখছে অনেকেই। কারণ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ দল। এ ম্যাচে অন্তত অজিদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ দলের ফুটবলাররা।