
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ভারতীয় কেন্দ্রীয় সরকার চাইলেও বাংলাদেশকে তিস্তার কোনভাবেই তিস্তার পানি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার (৮ জুলাই) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’তে একটি বিশেষ সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারকে দেওয়া ভারতের কেন্দ্রীয় সরকারের ওয়াদা রাখতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এমন খবরই নিশ্চিত করেছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জির কারণেই ভারত সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা করেও বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে পারছে না। সবশেষ সংবাদ সম্মেলনেও তিস্তা পানি চুক্তির ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে আরেকবার জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় এ মুখ্যমন্ত্রী।