আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসে বাংলাদেশকে নিয়ে দেওয়া বক্তব্য সম্পুর্ন উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, উপমহাদেশে মুসলমানদের শাসনের সময়েও হিন্দুরা অনেক ভালো ছিল নিরাপদ ছিল। সকলের সাথে সাম্য ও মানবিক মর্যাদা থাকতে হবে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এ্যাডভোকেট নির্মলেন্দ রায় বলেন, অমুসলিমদের নিরাপত্তা দেয়া মুসলমানদের দায়িত্ব। বিপদে পাশে থাকার জন্য মুসলমানদের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।