আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ’খলদার ই’হুদী ই’সরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ সুখর। গত ৩১ জুলাই লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে তাকে লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে মুহুর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফুয়াদ সুখর। ওয়ালস্ট্রিট জার্নালের বরাতে টাইমস অফ ইসরায়েল এই তথ্য নিশ্চিত করে।
ওয়ালস্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে হিজবুল্লাহ্ কমান্ডারকে হত্যার মূল রহস্য নিয়ে, বলা হয়েছে, হত্যার আগে ফুয়াদ সুখরকে একটি ফোন কলের মাধ্যমে তাকে তার আবাসিক ভবনের সপ্তম তলায় যেতে বলা হয়। সেখানে যাওয়া মাত্রই তাকে লক্ষ্য করে ভবনটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ই’সরাইলি বাহিনী এতে সাথে সাথেই নিহত হন হিজবুল্লার এই শীর্ষ কমান্ডার।