আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: টানা বৃষ্টিপাত আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোমতী নদীর বাঁধ ভেঙে ও ফেনীর বন্যার পানি এসে কুমিল্লায় ১৪টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে বন্যার পানিতে পুরো জেলা জুড়ে প্রায় ১২ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এখন পর্যন্ত পুরো কুমিল্লা জেলায় বন্যায় কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলাগুলোর নির্বাহী কর্মকর্তারা।
নিহতদের মধ্যে সদরে দুজন, বুড়িচংয়ে শিশুসহ চারজন, তিতাসে দুজন, নাঙ্গলকোটে তিনজন, মনোহরগঞ্জে দুজন, লাকসামে তিনজন, মুরাদনগর একজন, মনোহরগঞ্জে একজন, ব্রাহ্মণপাড়ায় একজন রয়েছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছে, ২২ আগস্ট রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে গোমতী নদীর বাঁধ ভাঙে। এতে পানিতে তলিয়ে যায় বুড়িচং উপজেলার ১০৫টি গ্রাম। বুড়িচংয়ে প্রায় এক লাখ ৭৫ হাজার মানুষ পানিবন্দি। ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলার বেশিরভাগ গ্রাম ডুবে যায়। তলিয়ে গেছে ব্রাহ্মণপাড়ার আটটি ইউনিয়ন। এছাড়া দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নসহ তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ডুবেছে চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও বরুড়া উপজেলার বেশিরভাগ অংশ। কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নই প্লাবিত হয়েছে।