আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় তিন দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গাজায় পোলিওর ভয়াবহ সংক্রমণের ফলে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য বিরতিতে সম্মত হয়েছে ইসরাইলের সামরিক কতৃপক্ষ।
আজ শুক্রবার (৩০ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ আগষ্ট) ডব্লিউএইচওর এক সিনিয়র কর্মকর্তা বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধারা তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ সময়ে প্রথম দফায় গাজায় বসবাস করা কমপক্ষে ছয় লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়া হবে।