আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ইরানপন্থী মিলিশিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ্ নিহত হয়েছেন।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
ওই বিবৃতিতে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসিরুল্লাহ। একজন রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা হিসাবেও তিনি ব্যাপকভাবে কাজ করেছেন।
হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের রাজনীতির ক্ষেত্রে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। তিনি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সংগঠিত ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে প্রস্তুত করেছিলেন।