আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ’খলদার ই’হুদী ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে পাঁচদিনের শোকও ঘোষণা করেছে ইরান সরকার।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এ সময় আয়াতুল্লাহ্ খামিনি নাসারুল্লাহর হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসান নাসরুল্লাহর মৃত্যু ‘প্রতিশোধহীন’ যাবে না। তিনি শহীদ হয়েছেন। বিশ্বের মুসলিমদের দ’খলদার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতেই হবে।
এর আগে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়। নিহতের বিষয়টি প্রথমে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও এক বিবৃতিতে নাসারুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। হাসান নাসরুল্লাহ দীর্ঘ ৩২ বছর ধরে সফলতার সাথে এই সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।