আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আগামী বুধবার (২ অক্টোবর) দেখা যাবে চলতে বছরের শেষ সূর্যগ্রহণ। প্রতি বছর কমপক্ষে দুই থেকে পাঁচবার সূর্যগ্রহণ হয়ে থাকে। এবং এই সূর্য গ্রহণ ছয় ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের নিয়মিত সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মূলত, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এই বছরের শেষ সূর্যগ্রহণ। বিশেষ করে, দক্ষিণ চিলি ও দক্ষিণ আর্জেন্টিনা থেকে সহজেই এর দেখা মিলবে।
সূর্যগ্রহণের দিন চাঁদ তুলনামূলক ছোট দেখাবে। এর ফলে সূর্যের আলো ঢেকে যাবে এবং রিং অব ফায়ার তৈরি হবে। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৩ মিনিট ৬ সেকেন্ডের দিকে এ সূর্য গ্রহণটি শুরু হবে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ১৬ মিনিট ৫৪ সেকেন্ডে।
উল্লেখ্য, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটি সরলরেখায় আসে তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না, যাকে সূর্যগ্রহণ বলে।