আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জীবনের টেস্ট ম্যাচ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা পোষণ করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও সাকিবের স্বপ্ন অনুযায়ী তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল।
কিন্তু গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর স্বৈ’রাচার খ্যাত সাবেক আওয়ামী সরকারের গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ ভূমিকা পালন করায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশ সাকিব বিরোধী গণআন্দোলনে উত্হতপ্ত য়ে উঠেছে, ফলে নিজের নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশের না ফেরার বিষয়টি নিশ্চিত করেছে সাকিব আল হাসান।
ফলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে নিজের বিদায়ী টেস্ট মিষ্টি আর খেলা হচ্ছে না এ অলরাউন্ডারের।