আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়ার নব শক্তিশালী দল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের নির্বোধ জ্ঞানহীন ব্যাটিংয়ে সহজ জয় থেকে বঞ্চিত হয়ে চরম হতাশার হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে টাইগাররা ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে। এদিন আফগান দলকে ৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে মিরাজ মুস্তাফিজরা
শনিবার (৯ নভেম্বর) টসে জিতে আগে ব্যাট করতে নেমে আফগানদের ২৫৩ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ দল। জবাব দিতে নেমে ৩৯ বল হাতে থাকতেই ১৮৪ রানে অলআউট হয়ে আফগানিস্তান দল। ফলে ৬৮ রানের বড় জয় পায় বাংলাদেশ।