আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ে একটি আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শীর্ষস্থানীয় নেতা খলিল হাক্কানী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ে তার কার্যালয়ে নথিপত্রে স্বাক্ষর করার সময় হামলাটি ঘটে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলাকারী দর্শনার্থীর পরিচয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করে। পরে মন্ত্রী খলিল হাক্কানীর কাছাকাছি গিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খলিল হাক্কানী ছিলেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রভাবশালী হাক্কানী নেটওয়ার্কের প্রধান সারাজুদ্দিন হাক্কানীর চাচা। ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি শরণার্থী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনাটি তালেবান সরকারের জন্য বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। তবে হামলার বিষয়ে এখনো তালেবান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। পাশাপাশি, হামলার দায়ও কেউ স্বীকার করেনি।
তালেবান সরকার ক্ষমতায় আসার পর এটি তাদের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ওপর প্রথম প্রাণঘাতী হামলা। ঘটনাটি তালেবান সরকারের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দিয়েছে।
ঘটনার তদন্ত চলছে, তবে হামলার উদ্দেশ্য বা কারা এর পেছনে জড়িত, তা এখনো নিশ্চিত নয়।