
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: অধিনায়ক এনামুল হক বিজয় নিজের বিপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিলেও রাজশাহীকে জেতাতে পারেননি। খুলনার বিপক্ষে এক রুদ্ধশ্বাস ম্যাচে সাত রানে পরাজিত হয়েছে রাজশাহী, যার ফলে প্লে-অফের দৌড়ে টিকে রইল খুলনা টাইগার্স।
১৯ জানুয়ারি খুলনা প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৯ রান তোলে। রাজশাহী ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান করে। রাজশাহী রান তাড়া করতে নেমে শুরুটা ছিল দ্রুত। ওপেনিং জুটিতে মোহাম্মদ হারিস ও জিসান আলম ৪.১ ওভারে ৪৭ রান যোগ করেন। তবে তাদের পর পর ফিরে যাওয়ায় রাজশাহী কিছুটা চাপে পড়ে।
এরপর রাজশাহীর অধিনায়ক বিজয় একাই দলের হাল ধরেন। তিনি ৫৭ বলে ১০০ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা। তবে শেষ ওভারে ১৭ রান প্রয়োজন হলেও রাজশাহী তা নিতে না পারায় সাত রানে হেরে যায়। ১৯তম ওভারের শেষ বলে রায়ান বার্লের ক্যাচ ধরার পর ম্যাচের দৃশ্যপট বদলে যায়।
খুলনার পক্ষে হাসান মাহমুদ দুটি, আবু হায়দার রনি ও সালমান নেন একটি করে উইকেট।
এর আগে, খুলনা ২০ ওভারে ২০৯ রান সংগ্রহ করে। ওপেনার নাঈম শেখ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঝড়ো শুরুর পর আফিফ হোসেন ধ্রুব ৪২ বলে ৫৬ রান করেন। শেষে, উইলিয়াম বোসিস্তো ৩৭ বলে ৫৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ১২ বলে ৩০ রান করেন, যা খুলনাকে বড় সংগ্রহে পৌঁছাতে সাহায্য করে।
রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ দুটি এবং জিসান আলম একটি উইকেট নেন।
এভাবে খুলনা টাইগার্স ৭ রানে রাজশাহীকে হারিয়ে বিপিএল প্লে-অফের জন্য নিজেদের সুযোগ ধরে রাখল।