
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বাংলাদেশে আসার পথে আটক হওয়া তিনটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় তিনদিন আটকে রাখার পর সোমবার (২০ জানুয়ারি) এই জাহাজগুলো মুক্তি দেওয়া হয়।
এর আগে, চারটি কার্গো জাহাজ ইয়াঙ্গুন থেকে টেকনাফ বন্দরের উদ্দেশ্যে যাত্রা করলেও আরাকান আর্মি বৃহস্পতিবার ও শুক্রবার পর্যায়ক্রমে সবগুলো জাহাজ আটকে রাখে। পরে সমঝোতার মাধ্যমে শনিবার একটি কাঠবাহী জাহাজ ছেড়ে দেওয়া হয়। তিনদিন পর বাকি তিনটি জাহাজও মুক্তি পায়।
বন্দর পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের মতে, এসব জাহাজে শুঁটকি মাছ, সুপারি, কফিসহ প্রায় ৫০ কোটি টাকার পণ্য ছিল।
রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। টেকনাফ স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম প্রায় বন্ধ। মাঝে মাঝে পণ্য আসলেও, এগুলোকে রাখাইন রাজ্যের সীমান্ত পেরিয়ে নাফ নদীর মোহনা হয়ে আসতে হয়। এছাড়া, জাহাজগুলোকে আরাকান আর্মি থেকে ছাড়পত্র নিয়ে বন্দর এলাকায় পৌঁছাতে হচ্ছে।
এই পরিস্থিতি সীমান্ত বাণিজ্য পুনরায় স্বাভাবিক করতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।