
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে চারজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। লিবিয়ান রেড ক্রিসেন্টের শনিবার (১৫ নভেম্বর) প্রকাশিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনা আল-খুমস শহরের কাছে বৃহস্পতিবার রাতে ঘটে।
প্রথম নৌকায় ছিল ২৬ জন যাত্রী, যাদের সবাই বাংলাদেশের নাগরিক। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন, যাদের মধ্যে দুইজন মিশরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। এই নৌকায় আটজন শিশু ছিলেন। লিবিয়ান রেড ক্রিসেন্ট তাদের অবস্থা বিস্তারিত জানায়নি।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। ফলে নৌডুবি, নিখোঁজ ও মৃত্যুর ঘটনা নিয়মিতভাবে ঘটছে। উদ্ধারকাজে লিবিয়ার কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা বিভাগ অংশ নেয়। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে কিছু মানুষকে থার্মাল ব্ল্যাঙ্কেটে মোড়ানো অবস্থায় দেখা গেছে এবং কয়েকজনের মরদেহ কালো বডিব্যাগে উদ্ধার করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়ার উপকূলের কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন নিখোঁজ হয়েছেন এবং তারা মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়া উপকূলে একের পর এক নৌডুবিতে বহু অভিবাসীর প্রাণহানি ঘটছে, যা নিয়ে জাতিসংঘের সভায় বিভিন্ন দেশ অভিবাসী আটককেন্দ্র বন্ধের আহ্বান জানিয়েছে।


























