
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: কলকাতা টেস্টে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে দীর্ঘ ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা। ম্যাচের চূড়ান্ত দিনে মাত্র ৯৩ রানে ভারতকে অলআউট করে তারা এনে দিল লজ্জাজনক পরাজয়।
ম্যাচের শেষ দিকে ভারতের প্রয়োজন ছিল ৪৭ রান এবং হাতে ছিল ৩ উইকেট। কিন্তু শুবমান গিল ঘাড়ের সমস্যায় হাসপাতালে থাকায় কার্যত উইকেট ছিল মাত্র ২টি। সেই অবস্থায় ক্রিজে ছিলেন অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরা।
এমন নাজুক মুহূর্তে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা সাহসী সিদ্ধান্ত নেন—বল তুলে দেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজের হাতে। বাঁহাতি ব্যাটসম্যান অক্ষরের সামনে বাঁহাতি স্পিনার দেওয়া নিয়ে প্রথমে ব্যাপক প্রশ্ন উঠলেও পরক্ষণেই বদলে যায় পরিস্থিতি।
প্রথম চার বলেই অক্ষর মারেন ২টি ছক্কা ও ১টি চার। চাপ বাড়তে থাকে দক্ষিণ আফ্রিকার ওপর। কিন্তু পঞ্চম বলে বড় শট নিতে গিয়ে ক্যাচ দেন বাভুমার হাতেই। এরপর পরের বলেই মোহাম্মদ সিরাজ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। আর তাতেই মাত্র ৯৩ রানে ভারত অলআউট হয়ে যায়।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৩০ রানের হার দিয়ে ম্যাচ শেষ করে। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার এটি প্রথম জয় ১৫ বছর পর।
অধিনায়ক হিসেবে টেম্বা বাভুমা টেস্টে এখনো অপরাজিত—১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্র তার নেতৃত্বে। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থেকে স্কোরকে ১৫৩-তে নিয়ে যাওয়ায় তার অবদান ছিল সবচেয়ে বেশি।
প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে করবিন বশের ব্যাট থেকে, করেন ২৫ রান। স্পিনসহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার আর কোনো ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ১৩ রানের বেশি করতে পারেননি।
বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হন সাইমন হারমার। প্রথম ইনিংসের ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নেন আরও ৪টি। ভারতের মিডল অর্ডারে ধস নামানোর পুরো কাজটিই সম্পন্ন করেন তিনি। ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলকে ফেরান পেসার মার্কো ইয়ানসেন। ওয়াশিংটন সুন্দরের গুরুত্বপূর্ণ উইকেট নেন পার্টটাইম স্পিনার এইডেন মার্করাম।
এ টেস্টে দুই দলই চার ইনিংস মিলিয়ে একবারও ২০০ রানের ঘর ছুঁতে পারেনি। ১৯৫৯ সালের পর টেস্ট ক্রিকেটে এমন ঘটনা আর দেখা যায়নি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৫৯ ও ১৫৩
ভারত: ১৮৯ ও ৯৩
ফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়
ম্যাচসেরা: সাইমন হারমার




























