
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলার রায় ঘিরে উত্তেজনা বাড়তেই প্রসিকিউশন টিমের সদস্যদের লক্ষ্য করে একের পর এক হুমকির ফোন আসছে ভারতীয় নম্বর থেকে। রোববার রাত থেকে চিফ প্রসিকিউটরসহ টিমের সব সদস্যই এসব হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তারা।
প্রসিকিউশন টিমের সদস্যরা জানান, রাত থেকেই অপরিচিত নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। বারবার একই কথা বলা হচ্ছে— শেখ হাসিনার ফাঁসি হলে প্রসিকিউশন টিমের কেউই বাঁচবে না।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, “গতকাল সন্ধ্যা থেকে বিদেশি কান্ট্রি কোড, বিশেষ করে ভারতের কোড ব্যবহার করে ফোন কল আসছে। আজও কয়েকটি ফোন পেয়েছি। তাদের বক্তব্য একই— ‘নেত্রীর সাজা হলে তোমাদের কাউকে জীবিত রাখা হবে না।’”
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “অসংখ্য ফোন পেয়েছি। পরে বাধ্য হয়ে ফোন বন্ধ করে দিতে হয়েছে। একই ভাষা, একই হুমকি। নেত্রীর শাস্তি হলে আমাদের জীবন শেষ করে দেওয়ার কথা বলেছে।”
তবে এসব হুমকিকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ভীরু, কাপুরুষ এবং গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এসব হুমকি আমলে নেওয়ার কিছু নেই।”


























