
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব সতর্কতা ছাড়াই ঝিলাম নদী থেকে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। ফলে আকস্মিক বন্যার মুখে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীতীরবর্তী জনপদে।
শনিবার (২৬ এপ্রিল) আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ঝিলাম নদীতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পানি ছাড়ার ফলে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দুনিয়া নিউজ’ বলছে, পাকিস্তানকে অবহিত না করেই ভারত শনিবার সকাল থেকে অতিরিক্ত পানি ছাড়তে শুরু করে। দ্রুত পানি বেড়ে চাকোঠি সীমান্ত দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন মসজিদের মাইক ব্যবহার করে জনগণকে সতর্ক করে দিচ্ছে।
ঝিলাম হলো সিন্ধু নদের একটি গুরুত্বপূর্ণ উপনদী। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানকে হামলার জন্য দায়ী করে সিন্ধু নদ চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে।
ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানে যেন এক ফোঁটাও পানি না যায়, সে লক্ষ্যে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী তিনটি পরিকল্পনায় কাজ চলছে। নদীর প্রবাহ ঘুরিয়ে দিতে দ্রুত ড্রেজিং কাজের কথাও উল্লেখ করেছেন তিনি।
পাকিস্তান এ পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে আখ্যা দিয়েছে। ইসলামাবাদ স্পষ্ট করে বলেছে, সিন্ধু নদের প্রবাহ বন্ধের চেষ্টা হলে সামরিক প্রতিক্রিয়া দেওয়া হবে।
এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।” তার এমন মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
বিশ্লেষকরা মনে করছেন, সিন্ধু নদকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে, যা গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
বন্যাকবলিত এলাকাগুলোর জনগণের জন্য জরুরি সহায়তা এবং দুই দেশের মধ্যে দ্রুত কূটনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছেন তারা।