
স্পোর্টস ডেস্ক: আজকের দিনটা খেলাপ্রেমীদের জন্য জমজমাট হতে যাচ্ছে। ক্রিকেট ও ফুটবলের একাধিক রোমাঞ্চকর ম্যাচ আজ টিভির পর্দায় সরাসরি সম্প্রচার হবে। সকাল থেকে রাত পর্যন্ত থাকবে দারুণ সব লড়াই, যা মিস করতে চান না কোনো ক্রীড়ানুরাগীই।
ক্রিকেট: সিলেটে টেস্টের তৃতীয় দিনের লড়াই
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ সকাল ৯টা ৩০ মিনিটে।
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস ও নাগরিক টিভি
প্রথম দুই দিনে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। আজ ব্যাটিংয়ে নামবেন চাঁদপুরের মাহমুদুল হাসান জয়, যিনি সেঞ্চুরির একেবারে দ্বারপ্রান্তে আছেন। টেস্টের তৃতীয় দিনে লড়াই আরও উত্তেজনাপূর্ণ হবে বলেই আশা ক্রিকেটপ্রেমীদের।
৫ম টি-টোয়েন্টি: নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
সকালে আরও একটি আকর্ষণীয় লড়াই-নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ।
সময়: সকাল ৬টা ১৫ মিনিট সরাসরি: Sony Sports Ten 1
এই সিরিজে এখন পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে দুই দলের মধ্যে। আজকের ম্যাচেই নির্ধারিত হবে কে জিতবে সিরিজ ট্রফি।
দ্বিতীয় ওয়ানডে: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
বিকেলে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। সময়: বিকেল ৩টা ৩০ মিনিট সরাসরি: A Sports
ফুটবল: বাংলাদেশ বনাম নেপাল (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
রাতের বড় আকর্ষণ ফুটবল মাঠে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল।সময়: রাত ৮টা সরাসরি: T Sports
বাংলাদেশ ফুটবল দল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে, আর আজ নেপালের বিপক্ষে জয় পেতে মরিয়া থাকবে জামাল ভুঁইয়ার দল।
বিশ্বকাপ বাছাইপর্ব (ইউরোপ ও আফ্রিকা)
রাত গভীরে ইউরোপ ও আফ্রিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোও দেখা যাবে টিভিতে।
নাইজেরিয়া বনাম গ্যাবন – রাত ১০টা, FIFA+ TV
ইংল্যান্ড বনাম সার্বিয়া – রাত ১টা ৪৫ মিনিট, Sony Sports Ten 3
ফ্রান্স বনাম ইউক্রেন – রাত ১টা ৪৫ মিনিট, Sony Sports Ten 2
ইতালি বনাম মলদোভা – রাত ১টা ৪৫ মিনিট, Sony Sports Ten 5




























