
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকার শিখা অনির্বাণে উপস্থিত হয়ে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেন। শোক, সতর্কতা ও জাতীয় গৌরবের আবহে স্মৃতিস্তম্ভ এলাকা নীরব হয়ে ওঠে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরা তাদের বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শিখা অনির্বাণে পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।
সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, বিমান ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসব মোনাজাতে দেশের শান্তি, উন্নয়ন, সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সকল বীরের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। তারা সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং মানবিক অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং উন্নত ভবিষ্যতের জন্য দায়িত্ব পালনে আরও অবিচল থাকার আহ্বান জানান।




























