
আওয়ার টাইমস নিউজ।
ইসলামী ডেস্ক: ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ, যা মুহূর্তেই মানুষের অসহায়ত্ব প্রকাশ করে। ইসলাম শিখিয়েছে যে কোনো বিপদের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, তাওবা করা এবং দোয়া করা একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। ভূমিকম্পের মতো ভয়াবহ মুহূর্তে কোন দোয়া পড়তে হবে, সে বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
ভূমিকম্প—আল্লাহর কুদরতের এক বিশেষ নিদর্শন
আল্লাহ তায়ালা তার বান্দাদের মাঝে মাঝে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিপদ-আপদ পাঠান। ভূমিকম্পও এমন এক নিদর্শন যা মানুষকে তার সীমাবদ্ধতা ও স্রষ্টার মহাসামর্থ্য স্মরণ করিয়ে দেয়। তাই দুর্যোগের মুহূর্তেই আল্লাহর দিকে ফিরে যাওয়াই একজন মুমিনের করণীয়।
হাদিসে বর্ণিত ভূমিকম্পের দোয়া
আবুল ইয়ুস্র (রা.) থেকে বর্ণিত—রাসূলুল্লাহ ﷺ বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে বিশেষ একটি দোয়া পড়তেন, যা ভূমিকম্পের সময় পড়া অত্যন্ত উপকারী।
আরবি দোয়া:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
বাংলা অর্থ:
হে আল্লাহ!
আমি তোমার নিকট আশ্রয় চাই চাপা পড়ে মারা যাওয়া থেকে, উচ্চ স্থান থেকে পতন হওয়ার শাস্তি থেকে, ডুবে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া এবং বার্ধক্যজনিত কষ্ট থেকে।
মৃত্যুর মুহূর্তে শয়তানের প্ররোচনা থেকে, তোমার রাস্তায় যুদ্ধের সময় পালিয়ে মৃত্যু থেকে এবং বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে তোমার আশ্রয় চাই।
(হাদিস: আবু দাউদ ১৫৫২)
কোরআনের আয়াত যা বিপদের সময় পড়া যায়
আরবি আয়াত:
يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ
বাংলা অর্থ:
হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সুরা আম্বিয়া: ৬৯
বিপদের মুহূর্তে এই আয়াত পাঠ করলে অন্তর প্রশান্ত হয় এবং আল্লাহর নিরাপত্তা পাওয়া যায়।
মুমিনের করণীয়
আল্লাহর কাছে ক্ষমা, তাওবা এবং দোয়া করা
ইস্তেগফার বৃদ্ধি করা
গুনাহ থেকে দূরে থাকা
আল্লাহর কুদরতের সামনে বিনয়ী হওয়া
দুর্যোগের মুহূর্তে দোয়া, মুমিনের সবচেয়ে বড় শক্তি ও ভরসা।




























