
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: আজ শুক্রবার (২১ নভেম্বর) থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে সম্পূর্ণ নতুন মূল্যে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে ঘোষণা করেছে যে, গত দফায় বাড়ানো দামের পর এবার এইচএসসি মূল্য কমিয়ে নতুন তালিকা কার্যকর করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী,
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি মূল্য নির্ধারণ হয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
২১ ক্যারেটে প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা।
১৮ ক্যারেটে প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে কারণ স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মান ও চাহিদার ভিত্তিতে দামের সমন্বয় প্রয়োজন ছিল। নন-ডিজাইনার অংশে গত দফার তুলনায় উল্লেখযোগ্য হ্রাস এসেছে।
এছাড়া স্বর্ণ বিক্রির ক্ষেত্রে যোগ করতে হবে, সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬%। তবে গহনার ডিজাইন, ব্র্যান্ড ও কারিগরি মান ভেদে এই মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
গত ১৫ নভেম্বর এক দফা নতুন মূল্য ঘোষণা করা হয়েছিল, ২২ ক্যারেটের প্রতি ভরি দাম তখন ছিল ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। তার পরবর্তী সমন্বয় হিসেবে এই হ্রাসটি এসেছে।
উল্লেখ্য, দামের হ্রাস সত্ত্বেও দেশের রুপা বাজারে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা।




























