
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ভারতীয় দল দারুণ লজ্জাজনকভাবে হেরে গেছে। মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ভারত ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে পরাজিত হয়। এই ফলাফলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠেছে।
টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৯ রান, দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান সংগ্রহ করে। আর ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ১৮৯ রান, যা দ্বিতীয় ইনিংসের ধসের কারণে কাজে লাগলো না।
এই লজ্জাজনক হারের পর ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে! শান্তিতে থেকো টেস্ট ক্রিকেট। এমন পিচে ব্যাটাররা জানে না কিভাবে রান করতে হবে। এই ধরনের ক্রিকেটের কোনো ভবিষ্যত নেই।”
হরভজন আরও যোগ করেন,
“গত কয়েক বছর ধরে এমন পিচ বানানো হচ্ছে। দল জিতছে বলেই কেউ কিছু বলেন না। কিন্তু এতে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পায় না। এবার বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে।”
ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর পিচ নিয়ে মন্তব্য করে বলেন,
“এটি খেলার অযোগ্য পিচ নয়। আমরা যা চেয়েছিলাম, ঠিক তেমনটাই পেয়েছি। যারা মানসিকভাবে শক্ত, তারাই রান করেছে। এই উইকেট মানসিক শক্তি পরীক্ষা করে।”
তিনি আরও বলেন,
“এটি টার্নিং ট্র্যাক নয়। বেশির ভাগ উইকেটই নিয়েছে পেসাররা।”
আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।


























