
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শততম টেস্টে নিজের নামের পাশে আরেকটি অনন্য রেকর্ড যোগ করলেন মুশফিকুর রহিম। সকালে দিন শুরুর মাত্র কয়েক বলের মধ্যেই উত্তেজনা তৈরি হয়েছিল। ম্যাথিউ হামফ্রেসের করা ওভারের প্রথম দুটি বলেই ছিল দারুণ উত্তাপ—প্রথমটিতে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন, দ্বিতীয়টিতে কানা এড়িয়ে বল পৌঁছায় কিপারের হাতে।
সেই মুহূর্তে স্টেডিয়ামের গ্যালারি যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে ছিল একটাই দিকে—মুশফিক কি পারবেন?
অবশেষে অপেক্ষার অবসান ঘটে পরের ওভারে। জর্ডান নেইলের করা ওভারের তৃতীয় বলটিকে ঠেলে নিয়ে সিঙ্গেল নিতেই হয়ে যায় ইতিহাস। নিজের শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম।
বিশ্ব ক্রিকেট ইতিহাসে এই কীর্তি গড়া মাত্র ১১তম ব্যাটার তিনি। আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এটি সম্পূর্ণ করায় এই অর্জন আরও বিশেষ হয়ে উঠেছে।
সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে সঙ্গে আরেকটি রেকর্ডে ভাগ বসান বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। দেশের হয়ে সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরি, এই তালিকায় এখন তিনি যৌথভাবে শীর্ষে মুমিনুল হকের সঙ্গে।
প্রথম দিনের শুরুতে বাংলাদেশ ছিল কিছুটা সমস্যায়—৩ উইকেটে ৯৫ রান। এমন পরিস্থিতিতে মুশফিক আগলে ধরেন ইনিংস। প্রথমে মুমিনুল হকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে দলকে স্থিতিশীল করেন। মুমিনুল আউট হওয়ার পর সঙ্গী হন লিটন দাস, যাদের জুটি আবারও এগিয়ে নেয় বাংলাদেশকে।
ধীরস্থির ব্যাটিংয়ে ১৯৫ বলে ৫ চার মারিয়ে নিজের শততম টেস্টকে স্মরণীয় করে রাখেন মুশফিক। শুধু সেঞ্চুরি নয়—এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।




























