
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে কসাইটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তীব্র কম্পন অনুভূত হওয়ার সাথে সাথেই ভবনের উপরের অংশের রেলিং আলগা হয়ে নিচে পড়তে থাকে। ওই সময় সড়ক দিয়ে হাঁটছিলেন তিনজন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বংশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতাল পাঠায় এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং নিচে পড়ে তিন পথচারী মারা গেছেন। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। নিহতদের পরিচয় যাচাই চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পুরান ঢাকার বহু ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভূমিকম্পে এসব ভবনের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।




























