
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সেলস অ্যাডমিন (কোল্ড চেইন বিজনেস) বিভাগে এক্সিকিউটিভ পদে নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ১৯ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, আর আবেদন করা যাবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানায়, নির্বাচিত ব্যক্তিরা মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন। তবে পদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি। এই পদের জন্য প্রার্থীদের স্নাতক বা এমবিএ ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস, বিশেষত এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা আবশ্যক। পাশাপাশি পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
চাকরিটি ফুলটাইম এবং অফিসে বসে কাজ করার ভিত্তিতে পরিচালিত হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থী বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। কর্মস্থল হবে ঢাকায় এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান।
আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি নির্ধারিত লিঙ্কে গিয়ে দেখা যাবে।




























