
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ডাল জাতীয় শস্যে ৩০ শতাংশ আমদানি শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর এতে ক্ষোভ প্রকাশ করেছেন। রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনস ও কেভিন ক্রেমার দাবি করেছেন, ভারতের এই পদক্ষেপ ‘অন্যায্য’ এবং মার্কিন কৃষকদের জন্য ক্ষতিকর।
তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন।
সিনেটররা জানান, ভারত বিশ্বের বৃহত্তম ডাল ভোক্তা দেশ। ভারতের উচ্চ শুল্কের কারণে মার্কিন কৃষকরা ভারতীয় বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। তারা আশা করেন, ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করবেন, যা উভয় পক্ষের জন্যই উপকারে আসবে।
উল্লেখ্য, ভারতের পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী শুল্ক আরোপের পাল্টা জবাব হিসেবে নেওয়া হয়েছে। সিনেটররা মনে করেন, নতুন বাণিজ্য চুক্তির আগে ডাল জাতীয় শস্যের জন্য বিশেষ শর্তাবলি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।




























