
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। শুক্রবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, “ভারতের পাশে দাঁড়িয়ে রাশিয়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি দেখাচ্ছে।”
ইউক্রেন সংকট ও বিশ্বরাজনৈতিক চাপের মধ্যে এই ঘোষণাটি ভারত ও রাশিয়ার দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের গভীরতাকে তুলে ধরে। মোদি বলেন, ভারত সবসময় শান্তির পক্ষে এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে। রাশিয়া তাদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছে এবং সেই পরিকল্পনা মোদির সঙ্গে শেয়ার করেছে।
প্রেসিডেন্ট পুতিনের দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে মোদি তাকে লাল গালিচা দিয়ে স্বাগত জানান, যা দুই দেশের বন্ধুত্ব ও উষ্ণ সম্পর্কের প্রতিফলন।
























