
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অতীতের মতো যদি আবারও সাজানো বা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়, তাহলে দেশ গভীর সংকটের দিকে অগ্রসর হবে।
বুধবার সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, নির্বাচন ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তিনি জানান, ১১ দলের মধ্যে নির্বাচনী আসন নিয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে এবং এটি শিগগিরই চূড়ান্ত হতে পারে। এ সময় তিনি এনসিপিকে ১০টি আসন দেওয়ার দাবি ‘ভিত্তিহীন ও কাল্পনিক’ বলে উল্লেখ করেন।
জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, তার দল রাষ্ট্রক্ষমতায় গেলে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে সমন্বয়ের ভিত্তিতে সরকার গঠনের চেষ্টা করবে।
তিনি বলেন, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। অন্যথায় দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।




























