
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয় ধর্মীয় নেতাদের মাধ্যমে জনগণকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার পরিকল্পনা করছে।
গণভোটের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য দেশের মসজিদের ইমামসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার পরিকল্পনা চলছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুক্রবারের জুমার নামাজে খুতবায় জনগণকে গণভোটের গুরুত্ব বোঝানো হবে।
তিনি আরও জানান, ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যেই ৫০০ আলেমের সঙ্গে বৈঠক করেছে এবং প্রশিক্ষণকেন্দ্র ও প্রাথমিক মক্তবগুলোও গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে। দেশজুড়ে ৪ লাখ মসজিদের মাধ্যমে প্রচারণা চালানো হবে, যাতে প্রত্যেক অঞ্চলের মানুষ সচেতন হতে পারে। লিফলেট বিতরণসহ নানা উদ্যোগের মাধ্যমে জনগণকে ভোট প্রদানে উৎসাহিত করা হবে।
শফিকুল আলম আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্যোগ আরও প্রসারিত হবে এবং গণভোটে সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত হবে।




























