
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ফেলানি দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানির হত্যার বিচার এবং সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ফেলানি হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়।
সমাবেশে অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান বলেন, সীমান্তে ফেলানিকে যেভাবে হত্যা করা হয়েছে, তার সব তথ্য জনসমক্ষে রয়েছে। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও এখনো ন্যায়বিচার নিশ্চিত হয়নি। তিনি বলেন, সীমান্তে একজন নিরস্ত্র নারীকে গুলি করে হত্যা করা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল।
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ জরুরি। এ বিষয়ে সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলোকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সীমান্তে নিহত বিভিন্ন ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। এছাড়া অধিকারের গবেষক তাসকিন ফাহমিনসহ সংগঠনটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























